close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পরীক্ষার ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে..

Mohammad Tanzim Hossain avatar   
Mohammad Tanzim Hossain
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে ছেলের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।..

পরীক্ষার ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে ছেলের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। হাইকোর্ট থেকে পাওয়া আগাম জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

চট্টগ্রাম কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. শাহীন জানান, আত্মসমর্পণের পর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

২০২৩ সালে পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্বে থাকাকালে নারায়ণ চন্দ্র নাথ তার ছেলে নক্ষত্র দেবনাথকে জিপিএ-৫ পাইয়ে দিতে জালিয়াতির আশ্রয় নেন বলে অভিযোগ উঠে।

২০২৪ সালের ২১ জানুয়ারি শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও আসামি করা হয়েছে নক্ষত্র দেবনাথ, বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতারকে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণকে মাউশির নির্দেশে ওএসডি করা হয় এবং তার ছেলের ফল বাতিলের নির্দেশ দেওয়া হয়।

コメントがありません