close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

প্রেমিকাকে সঙ্গে নিয়ে ম্যাকাও উৎসবে হাজির আমির

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
গত বছর থেকে শুরু হওয়া জল্পনা-কল্পনার অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। চীনের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল নতুন জুটিকে।..

গত বছর থেকে শুরু হওয়া জল্পনা-কল্পনার অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে কখনও বাড়ির সামনে বা কখনও গাড়িতে ওঠার সময়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন আমির ও গৌরী। কিন্তু এ বার স্বেচ্ছায় হাতে হাত রেখে ক্যামেরায় ধরা দিলেন এই জুটি।

 

আপাতত প্রেমের জোয়ারে ভাসছেন আমির গৌরী। চীনের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল নতুন জুটিকে। গত শনিবার ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে যোগ দেন আমির। ওই অনুষ্ঠানের এক ঝলক এক্স হ্যান্ডেলে শেয়ার করেন আমিরের এক ভক্ত।

 

আমিরের ভক্তের ভিডিওতে দেখা গেছে, গায়ে কালো রঙের শাল জড়ানো আমিরের। গৌরীর পরনে ছিল শাড়ি। দুই জনে হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে গৌরীর হাত ধরে দাঁড় করান আমির।হাসিমুখে চীনের অভিনেতা শেং টেং এবং মা লি-র সঙ্গে এই জুটিতে ছবিও তোলেন।

 

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। এক সন্তানের মা। আমির খানের সঙ্গে তার বন্ধুত্ব ২৫ বছরের। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর।

コメントがありません