প্রবাসী ইব্রাহিমের  মোটরসাইকেল চুরি করেছে  দুর্ধর্ষ  চোরেরা ..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় 
মেলান্দহের সীমান্তবর্তী মাদারগঞ্জের কড়ইচড়া ইউনিয়নের গরপাড়া এলাকার আব্বাস আলী এর বাড়ি থেকে  পূর্ব আদ্রা স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রাত ৭:৩০ টার দিকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে।গাড়ির মালিক এর ভাই বলেন আমি আমার আত্মীয়র বাড়িতে একটি পাসপোর্ট নিয়ে কথা বলার জন্য সেখানে যাই। 
আমি গাড়িটি বাড়ির সামনে রেখে  বাড়ির ভিতর ঢোকার দশ মিনিট পরে গাড়িটা চুরি হয়ে যায়। 

চুরি হওয়া মোটরসাইকেলের বিবরণ:
মডেল: Hero X Blade 160 CC (Double Disk)
রেজিস্ট্রেশন (ডিজিটাল নাম্বার): জামালপুর ল-১২-১৬৭৭

এদিকে প্রবাসী ইব্রাহিম চুরি হয়ে যাওয়া গাড়িটি ফেরত পেতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। 

উক্ত মোটরসাইকেলটি কেউ কোথাও দেখতে পেলে বা কোনো তথ্য জানাতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


মো. ইব্রাহিম।
জামালপুর জেলা, মাদারগঞ্জ থানা, বিনোদটঙ্গী গ্রাম। 
যোগাযোগ:
📞 ০১৯০২-৭১৫২৭১ ০১৯৩৩-১৭৪২৭৮

Ingen kommentarer fundet


News Card Generator