নিজস্ব প্রতিনিধি > নানান জাতের বিষধর সাপ ধরে ঘরে পুষতো শাকিল নামে একজন যুবক ওঝা। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ছোবল দেয় তার পোষা একটি গোখরো সাপ। ওই ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলা এলাকায়।
শাকিল ইসলাম (৩১) খানসামার খামারপাড়া ইউনিয়নের মেম্বার পাড়ার ফরমাজ আলীর বড় ছেলে। পেশায় সে ওঝা।
শরিরে বিষক্রিয়া শুরু হলে চুপিসারে নিজে নিজে ঝাকফুক মন্ত্রের ব্যর্থ চেষ্টা চালাতে থাকে সে। অবস্হা শংকটাপন্ন অবস্হায় তাকে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। কিন্তু ততক্ষনে প্রাণ প্রদীপ নিস্তেজ হয়ে গিয়েছিল তার। তাকে মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎনক।
জানা গেছে বিষধর সাপ ধরে নিজের বাড়ীতে লালন পালন শাকিল। সাপ নিয়ে খেলা করতো।
মাস খানেক আগে একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালন-পালন শুরু করে সে। মঙ্গলবার দুপুরে সেই গোখরো ছোবল দেয় তার শরিরে। শরিরে বিষক্রিয়া শুরু হলে গোপনে নিজেই বিষ নামানোর মন্ত্র জোপতে শুরু করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে আরেক ওঝার দ্বারস্হ হয়। কিন্তু কোন সুফল মিলেনি এতে। শংকটাপন্ন অবস্হায় সন্ধ্যার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল থেকে লাশ বাড়ীতে নিয়ে শেষ বারের মত আবারো ওঝা দিয়ে ঝাড়ফুক শুরু করে স্বজনরা। ঝাড়ফুক দেখতে উপচে পড়ে স্হানীয়রা। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতা স্বীকার করে স্হান ত্যাগ করে ওঝারা। আজ বুধবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
###



















