প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার ভ্যাটিকান সিটির ঐতিহাসিক সেন্ট পিটার্স বাসিলিকায় পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে যান। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পোপের মরদেহ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক ইউনূসের কাজের একনিষ্ঠ ভক্ত। বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব মোকাবিলা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যকে ঘিরে গড়ে তোলা ‘তিন শূন্য দৃষ্টিভঙ্গি’র প্রশংসা করতেন তিনি।
রোমের ভ্যাটিকানেই পোপ ফ্রান্সিস ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ শুরু করেছিলেন, যা বিশ্বব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অবদান রাখে।