close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, রাতের আঁধারে মাটি কেটে নেওয়ার চেষ্টা — থানায় লিখিত অভিযোগ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন : নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের চন্দ্রশুদ্দি গ্রামে পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মোরশেদা আক্তার পিংকী (২৬) গত ১২ এপ্রিল রাতের ঘটনার প্রেক্ষিতে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোরশেদা আক্তারের পিতা মোঃ ইসমাইলের মৃত্যুর পর তারা পরিবারের সদস্যরা অসহায়ভাবে পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছিলেন। স্থানীয় মফিজ মিয়া ও তার পরিবার পরিকল্পিতভাবে রাতের আঁধারে স্কেভেটর মেশিন দিয়ে ঐ জমির মাটি কাটতে শুরু করে। মেশিনের শব্দে বাদীপক্ষ জেগে উঠে বাধা দিলে বিবাদীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিয়ে জোরপূর্বক মাটি কাটা অব্যাহত রাখে।

পরদিন সকালে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা আইনের আশ্রয় নিতে বলেন।
এলাকাবাসী জানায় রেকর্ড কৃত রাস্তার দ্বারে  ১০ ফুট গভীর করে অবৈধভাবে মাটি খনন করে মাটি বিক্রি করছে । এতে করে ভবিষ্যতে এসব রাস্তা ভেঙ্গে গিয়ে চলাচলের অন উপযোগী হয় পড়বে।  

এদিকে অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষে বিবাদীদের মাটি কাটার কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার আদেশ দেন।

বাদী অভিযোগ করেন, এর আগেও বিবাদীরা জোর করে তাদের জমি দখলের চেষ্টা চালিয়েছে এবং ভবিষ্যতে আবারো মাটি কাটার হুমকি দিচ্ছে।

অভিযোগে উল্লেখিত জমির পরিমাণ প্রায় ৭৬ শতাংশ, যার মধ্যে বাড়ি ও নাল জমি অন্তর্ভুক্ত। থানার অফিসার ইনচার্জ জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

לא נמצאו הערות