প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী আটক

Md. Rayhana Mahamud avatar   
Md. Rayhana Mahamud
****
 
মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
 
 
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামীলীগের ১০ জন নেতাকর্মীদের বিশেষ অভিযানে গ্রেফতার করেছে থানা পুলিশ। 
 
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির খন্দকার, সদস্য মো. গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মো.শাহ জালাল ভূইয়া, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ফারুক হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ’লীগের সদস্য মো.আল-আমিন ভূইয়া, মোক্তারপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মো. সামসুল আলম, জামালপুর ইউনিয়ন আ’লীগের সদস্য মো. মোসলেহউদ্দিন, নাগরী ইউনিয়নের সোলাইমান মৃধা ও সাইফুল ইসলামকে আটক করা হয়। তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ৮(২)২৫, তারিখ ৯/২/২৫, ১৬(২)২৫, তারিখ ১৯/২/২৫ ও ৪(৮)২৪, তারিখ ২১/৮/২৪ নং মামলায় আটক দেখানো হয়। 
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, বিশেষ অভিযানে আ’লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Không có bình luận nào được tìm thấy