২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল কবির এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে পরিচালনা পর্ষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে ২১ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকরা হলেন, মো. মেহেদী হাসান, এস এম ছাইদুল ইসলাম কিসমত, মো. হারুন-আর-রশীদ, রতন কুমার ঘড়াই, আহসানুল কবির, এমদাদুল হক মাসুদ, আরিফুল হক, মাহাতাব উদ্দীন রিপন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, গৌরঙ্গ দাস, রাসেল আকন, এ কে এম আক্তারুজ্জামান মাসুম, শেখ রুবেল, আলহাজ্ব রফিকুল ইসলাম, গাজী কামরুজ্জামান শুভ্র, তারেক আহমেদ, মিজানুর রহমান শরীফ, মো. ইব্রাহীম শেখ, মো. সোহাগ ফকির, মো. আনিস রায়হান ও মো. জাহিদুল ইসলাম।
নির্বাচনে মোট ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শনিবার রাতেই ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরবর্তীতে মঙ্গলবার নবনির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সম্পন্ন হয়।



















