close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পীরগঞ্জের লাবণ্য মল্লিক আবৃত্তিতে দেশসেরা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জের লাবণ্য মল্লিক আবৃত্তিতে দেশসেরা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

পীরগঞ্জের লাবণ্য মল্লিক আবৃত্তিতে দেশসেরা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ঘ বিভাগের আবৃত্তিতে ৩য় স্থান অধিকার করে গৌরব বয়ে এনেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান লাবণ্য মল্লিক। তার এই সাফল্যে পীরগঞ্জ তথা পুরো জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে।
লাবণ্য মল্লিক পীরগঞ্জ উপজেলার জাবরহাট এলাকার সন্তান। তিনি পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যায়নরত আছেন।

ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি, বিশেষ করে আবৃত্তির প্রতি তার ছিল অদম্য আগ্রহ।
জাতীয় পর্যায়ে নিজের এই অসামান্য অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লাবণ্য মল্লিক তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, “আবৃত্তি আমার ভালোবাসা, আমার সাধনা। এই প্রতিযোগিতাটিকে আমি নিজের দক্ষতা যাচাইয়ের একটি ধাপ হিসেবে নিয়েছিলাম। আবৃত্তিতে দেশসেরা হওয়াটা নিঃসন্দেহে আমার জন্য বড় এক অনুপ্রেরণা।”
ভবিষ্যতে আবৃত্তি শিল্পকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “প্রতিটি স্বীকৃতি দায়িত্ব বাড়িয়ে দেয়। তাই জাতীয় পর্যায়ে আমার এই অর্জনকে আমি নিজেকে আরও শানিত করার একটি সূচনা হিসেবেই দেখছি। আবৃত্তিকে আরও গভীরভাবে ধারণ করতে চাই। সামনে আবৃত্তি নিয়ে আরও ভালো কাজ করার স্বপ্ন ও লক্ষ্য আছে।”

Keine Kommentare gefunden


News Card Generator