পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ছাত্রলীগের কর্মীদের হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন তারিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। এদের মধ্যে তারিকুল ইসলাম বর্তমানে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাইদুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে আমরা তিনজন একত্রে ছিলাম, তখন হঠাৎ করেই কিছু যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও হুমকি দিয়ে আসছিল।’
ইন্দুরকানী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষ করে ফেরার পথে ছাত্রলীগের কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের তিনজনের ওপর হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে আমাদের কর্মীদের মারধর করেছে।’
অন্যদিকে, ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করেছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান বলেন, ‘শিবির ও ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কোনো কর্মী এ ঘটনায় জড়িত নয়।’ তিনি আরও দাবি করেন, হামলার পরপরই শিবির ও ছাত্রদল মিলে স্থানীয় দুইজন আওয়ামী লীগ কর্মীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘গতকাল রাতে বালিপাড়ায় হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এ ঘটনার জেরে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
Hiçbir yorum bulunamadı