close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি নিয়ে মারামারি: এনসিটিবির সামনে উত্তপ্ত দুই পক্ষের সংঘর্ষ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের অন্তর্ভুক্তি নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের অন্তর্ভুক্তি নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে এনসিটিবি ভবনের সামনে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ সংগঠন পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের দাবিতে অবস্থান নেয়। একই সময় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষ থেকে শব্দটি পুনর্বহালের দাবিতে বিক্ষোভে যোগ দেয়। দুপুর পৌনে ১২টায় উভয় পক্ষ মুখোমুখি হলে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে দুই পক্ষকে আলাদা করে। তবে দুপুর ১টার দিকে এক পক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ধনজেতরা (২৮), রূপাইয়া শ্রেষ্ঠা তনচঙ্গা (২৫) ও শৈলী (২৭) সহ আরও কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। স্টুডেন্ট ফর সভরেন্টি দাবি করেছে, তাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। অন্যদিকে আদিবাসী ছাত্র-জনতা বলছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দসংবলিত একটি গ্রাফিতি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। সরকার প্রথমে গ্রাফিতিটি যুক্ত করলেও আন্দোলনের মুখে তা সরিয়ে ফেলে নতুন সংস্করণ প্রকাশ করে।
کوئی تبصرہ نہیں ملا