close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পার্বতীপুরে গাঁজা সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদন্ড

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

ভ্রাম্যমান আদালত দিনাজপুরের পার্বতীপুরে গাঁজা সেবন করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদ হুসাই রাজু। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মাজেদুর রহমান (৩৫) ও আরাফাত হোসেন অন্তর (২৫) কে গাঁজা সেবন অবস্থায় আটক করা হয়। পরে, ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত মাজেদুর রহমান ২ মাস ও আরাফাত হোসেন অন্তর কে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের হারিদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন ও একই ইউনিয়নের ভাল্লুকডাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে মাজেদুর রহমান। 

 

এব্যাপারে পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদ হুসাই রাজু বলেন, দুই জনকে গাঁজা সেবন অবস্থায় আটক হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৪২ (১) ধারায় তাদের কারাদন্ড প্রদান করা হয়।

Walang nakitang komento


News Card Generator