close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পার্বতীপুরে বিপুল পরিমান মাদকসহ আটক ১

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

পার্বতীপুরে বিপুল সংখ্যক মাদকসহ শামিম হোসেন গুড্ডু নামে এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামিম হোসেন পৌর শহরের গুলপাড়া এলাকার মৃত ইব্রাহীম হোসেনের ছেলে। জানা গেছে, পার্বতীপুর পৌর শহরের গুলপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি থেকে মাদকের রমরমা ব্যবসা করে আসছিলো শামিম হোসেন ওরফে গুড্ডু। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭টার দিকে সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন পার্বতীপুর মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। এ সময় আটক ব্যক্তর ঘর তল্লাসী করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় মাদকের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৮০ বোতল ফেয়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ রয়েছে। যা ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও দামে কম হওয়ায় বাংলাদশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের অবৈধ বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানা গেছে। অভিযানে থানার সাব ইন্সপেক্টর সাহেব আলী, পিন্টু কুমার দাস, সোহেল রানা, এএসআই জহুরুল ইসলাম, মিজানুর রহমান মিজানসহ সংশ্লিষ্টরা অফিসার ইনচার্জকে সার্বিক সহযোগীতা করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অন্যান্য কাজের পাশাপাশি নিরলসভাবে কাজ করছে মডেল থানা পুলিশ। আটক গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

 

 

Geen reacties gevonden


News Card Generator