close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
রাজধানীর পান্থপথের ব্যবসায়ীরা এক ভয়াবহ চাঁদাবাজি চক্রের কবলে পড়ে দিশেহারা। ফার্নিচার ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী একটি চক্র মাসিক চাঁদা দাবি করছে, না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। ব্যবসায়ীদের অনেকেই প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ:
পিদিম ট্রেড নামে একটি ফার্নিচার দোকানের মালিক জাকির হোসেন অভিযোগ করেন, কলাবাগান থানা বিএনপির ১৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার দোকানের ক্যাশ থেকে ২০ হাজার টাকা লুট করা হয়। এরপরও হুমকি অব্যাহত রয়েছে।
একইভাবে পান্থপথের বড় ব্যবসায়ী সাঈদের কাছ থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
চক্রের বিরুদ্ধে অভিযোগ:
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। সৌখিন ফার্নিচারের মালিক রনিকে গ্রেফতার করিয়ে জেলে পাঠানো হয়েছে।
মীম ফার্নিচারের মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। বাধ্য হয়ে ৫০ হাজার টাকা দিয়ে চক্রের চাপ সামলান তিনি।
পুলিশের অবস্থান:
কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান জানান, পুলিশের কাছে কেউ সরাসরি অভিযোগ করতে চাইছে না। তবে যারা অভিযোগ করবে, তাদের পরিচয় গোপন রাখা হবে। তদন্তে চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
ব্যবসায়ীদের আহ্বান:
এলাকার ব্যবসায়ীরা বলেছেন, ‘‘সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমরা ব্যবসা চালিয়ে যেতে চাই। প্রশাসনের উচিত এই চক্রটিকে দমন করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা।’’
এ চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, পান্থপথের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Walang nakitang komento