পানির নিচে ময়মনসিংহ মেডিকেল কলেজ, দুর্ভোগে নগরবাসী

Motior Rahman Sumon avatar   
Motior Rahman Sumon
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাটু থেকে কমর পানি দেখা গেছে দিনের পুরোটা সময়। দূরদূরান্তর থেকে আসা রোগীরা পড়েছেন দুর্ভোগে।..

টানা বৃষ্টিতে হাটি পানি থেকে কমর পানি দেখা গেছে ময়মনসিংহ নগরের বিভিন্ন জায়গায়। দুর্ভোগে ময়মনসিংহবাসী।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাটু থেকে কমর পানি দেখা গেছে দিনের পুরোটা সময়। দূরদূরান্তর থেকে আসা রোগীরা পড়েছেন দুর্ভোগে।

মানুষের যাতায়াত অফিসে পৌঁছানো থেকে সব কিছুই থেমে গেছে টানা বৃষ্টিতে। গৃহবন্দী জীবন পার করছেন নগরের অনেক বাসিন্দা । নগরের কিছু এলাকার ড্রেনেজ সিস্টেম পর্যাপ্ত পানি পারাপারের উপযোগী না হওয়ায় এমন দুর্ভোগ বলে ব্যক্ত করেছেন অনেকে।

Motior Rahman Sumon
Motior Rahman Sumon 5 tháng trước kia
abaro bristy
0 0 Đáp lại
Cho xem nhiều hơn


News Card Generator