close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে অর্ধকোটি টাকার যৌন উত্তেজক সিরাপ সহ আটক-১

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত মাহফুজার রহমান (২৬) নামের একজনকে আটক করে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধাঁনসিড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক সিরাপ গুলো আটক করে।
আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবিতে অস্থায়ী চেকপোষ্টের টহলদল কর্তৃক ওৎ পেতে থাকে। পরবর্তীতে তথ্যের সত্যতা পেলে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, ২টি বিশেষ টহলদল পৌরসভার লাঙ্গলহাটি তিন মোড় হতে ১শ গজ উত্তরে ধানসিঁড়িঁ আবাসিক এলাকায় একটি গোডাউন তল্লাশী করা হয়। তল্লাশীকালে গোডাউনে বিপুল পরিমানে অবৈধ একেএল- ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর ৩ জিআর বিষ- ১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।  উদ্ধারকৃত মালামালের  মূল্য ৪৩ লক্ষ ১ হাজার ৭শ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, 
বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে। 
সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

没有找到评论


News Card Generator