পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ে প্রতারণা, থানায় অভিযোগ যুবকের।
আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আওতাধীন ছোট মানিক গ্রামের বাসিন্দা মোঃ সোয়াইব হোসেন (২৩), পিতা মৃত ওহেদুল ইসলাম, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশী ও তার বন্ধুর বিরুদ্ধে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সন্ধ্যা আনুমানিক সাতটায় মোঃ সোয়াইব হোসেন তার নিজের এপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলযোগে স্থানীয় খাংগোর হাটখোলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোঃ ইমতিয়াজ মাহমুদ চঞ্চল (২৫), পিতা মোঃ আবু সুফিয়ান, গ্রাম ছোট মানিক এবং চঞ্চলের বন্ধু মোঃ ইমন (২৫), পিতা মোঃ রায়হান, গ্রাম ডেঙ্গাপাড়া, ইউনিয়ন ধরঞ্জি।
যাত্রাপথে খাংগোর হাটখোলা বাজারে পৌঁছালে চঞ্চল (১ নং বিবাদী) মোটরসাইকেল থেকে নেমে গিয়ে সোয়াইবকে তার বন্ধু ইমনের (২ নং বিবাদী) সঙ্গে পাঠিয়ে দেন। পরে তারা একসাথে পাঁচবিবি থানার অন্তর্গত কয়া গ্রামে একটি দোকানের সামনে পৌঁছান। ইমন সোয়াইবকে দোকানে কিছুক্ষণ বসতে বলে মোটরসাইকেল নিয়ে চলে যান। কিন্তু দীর্ঘ সময় পরও ফিরে না আসায় সোয়াইব প্রথমে চঞ্চলের সঙ্গে যোগাযোগ করেন। চঞ্চল কোনো সন্তোষজনক জবাব না দিয়ে টালবাহানা করতে থাকেন।
সোয়াইব হোসেন অভিযোগ করেন, এ ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এটি একটি পরিকল্পিত প্রতারণা। তিনি মোটরসাইকেল উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মূল হোতাদের আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			