close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে বিশিষ্ট সাংবাদিক আবু হাসানের স্মরণে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রখ্যাত সাংবাদিক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরহুম আবু হাসানের রুহের মাগফিরাত কামনায় পারিবারিক উদ্যোগে..

জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত-

গতকাল শনিবার দুপুরে তাঁর নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পাঁচবিবি ও আশপাশের এলাকার বিশিষ্টজন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার কৃতি সন্তান, ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট জোবায়দুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার, বালিঘাটা ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল কুদ্দুস সহ আরও অনেকে।

বক্তারা বলেন, মরহুম আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর কলম ছিল নির্ভীক ও সুদৃঢ়। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন একজন আদর্শবান ও সৎ মানুষ, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর কর্ম ও সততা আজও সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা আরও বলেন, আবু হাসানের মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর অবদান ও আদর্শ সাংবাদিকতার পথপ্রদর্শক হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ২০২৫, বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বহু সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর আদর্শ, সততা এবং সাংবাদিকতার প্রতি নিষ্ঠা দীর্ঘদিন এলাকাবাসীর হৃদয়ে গেঁথে থাকবে।

No comments found


News Card Generator