close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।..

সবশেষ কম্পনটি অনুভূত হয় সকাল ৯টা ৫৭ মিনিটে। যার মাত্রা ছিল ২.৮ রিখটার স্কেল। এছাড়া ১৬তম ভূকম্পের উত্তপত্তি স্থল ছিল মালির উত্তরপূর্বাঞ্চলে এবং ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। যা করাচি থেকে ১৫ কিলোমিটার দূরে। 


এর আগে গতকাল সোমবার পর পর দুটি ভূমিকম্প অনুভূত হয়। যার মধ্যে প্রথমটি আঘাত হানে মধ্যরাতে, এর মাত্রা ছিল ২.৬ এবং দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় ১২টা ২৩ মিনিটে। এর মাত্রা ছিল ২.৮ রিখটার স্কেল। এই দুই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মালিরে। 

সবশেষ তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মঙ্গলবার ভোর ৬টা ৪২ মিনিটে। যার মাত্রা ছিল ৩.২। এর উৎপত্তি স্থল ছিল ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে এবং করাচির কাছেই। 

রোববার বিকালে বারবার ভূমিকম্প আঘাত হানার পর আতঙ্কিত হয়ে পড়েছে করাচির লানদ্ধি, কোয়েদাবাদ, মালির এবং এর আশেপাশের বাসিন্দা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

আবহাওয়া দপ্তরের প্রধান আমির হায়দার বারবার ভূমিকম্প হওয়ার পিছনে লানদ্ধি ফল্ট অঞ্চলকে দায়ী করেছেন। কারণ এটি ভূমিকম্পন প্রবণ এলাকা। 

তিনি আরও বলেন, এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হওয়ার কোনো সম্ভবনা নেই। তবে আগামীতে আফটার শখ অনুভূত হতে পারে। 

তিনি বলেন, থানা বালা খানে আরও একটি ফল্ট লাইনের কথা উল্লেখ করেছেন। যেটি করাচি এবং এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প অনুভূত হওয়ার জন্য প্রভাব ফেলে। 

No comments found


News Card Generator