close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও 
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার..

 

 পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও 
সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনার 
দুর্গাপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে 
প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ 
অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি 
আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য 
ডাঃ দিবালেক সিংহ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, 
যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা 
শাখার সভাপতি জহির রায়হান, উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান। 
বক্তরা বলেন, ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। হাদীর 
খুনিদের বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দোষীদের রক্ষার অপচেষ্টা চলছে, এই ধরনের ঘৃন্য 
কাজ সিপিবি কোনোভাবেই সমর্তন করে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে 
সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে, দেশের মানুষ এই সরকার কে ক্ষমা করবে না। 
বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম 
হুমকির মুখে পড়বে। সারাদেশে এই হত্যাকান্ড, বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক 
প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ কোন ক্রমেই মেনে নিতে পারছি না। 
জুলাই বিপ্লবে এতো-এতো আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে 
পারিনি। আমরা হাদীর হত্যাকান্ড ও বিভিন্ন ন্যাক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ 
জানাচ্ছি সেইসাথে স্বরাষ্ট্র উপদেস্টার পদত্যাগ দাবী করছি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator