close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অসহায় ও গরীবদের মাঝে কালিগঞ্জের রিডা হাসপাতালের বর্ষপূর্তিতে চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কালিগঞ্জের রিডা হাসপাতালের বর্ষপূর্তিতে ১'শ জন অসহায় পরিবারের চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: "স্বাস্থ্য সবার অধিকার" এই মানবিক অঙ্গীকার কে সামনে রেখে রিডা হাসপাতালের সাতক্ষীরার  কালিগঞ্জে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ উপজেলায় ১'শ জন অসহায় পরিবারের চ্যারিটি হেলথ্ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল '২৫) সকাল ১০টায় রিডা হাসপাতাল এর আয়োজনে হাসপাতাল চত্তরে আনুষ্ঠানিক ভাবে শ্যামনগর মহসিন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কার্ড বিতরণ ও কর্মী মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের  অধ্যক্ষ আব্দুল ওহাব।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিডা হাসপাতালের প্রতিষ্ঠাতা (সিও) আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রামনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সরদার, রিডা হাসপাতালের প্রধান উপদেষ্টা উৎপল কুমার, শেয়ারহোল্ডার মাসুদ খাঁন ও হাসানুজ্জামান সুজন প্রমুখ। 

কালিগঞ্জের পাওখালি মোড়স্থ রিডা হাসপাতালের এক বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ ১'শ জন অসহায় পরিবারকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য হেল্প চ্যারাটি কার্ড বিতরণের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩৫ জনকে হেল্প কাড প্রদান করা হয়েছে। অদ্য সন্ধ্যায় রিডার কর্মীদের মূল্যায়ন সভা, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হবে। 

বক্তারা বলেন রিডা হাসপাতাল শুধু একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি সামাজিক প্রতিশ্রুতির নাম যেখানে চিকিৎসা নয় মনুষ্যত্বই প্রথম। রিডা হাসপাতাল স্বল্পমূল্যে সাধারণ মানুষের সেবার পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator