close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

অপেক্ষার পালা শেষ, সোমিত সোম এখন ঢাকায়

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
অপেক্ষার পালা অবশেষে সমাপ্তি। শমিত সোম অবশেষে পা রেখেছে বাংলাদেশের মাটিতে৷ কানাডা প্রবাসী এই ফুটবলার আজ ভোরে ঢাকা এসেছেন।..

তবে আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভূটান ম্যাচে তার অভিষেক হচ্ছে না। ১০ জুন একই মাঠে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হওয়ার কথা রয়েছে তার। 

বাংলাদেশ ফুটবলে প্রবাসী ফুটবলার এখন ছয়জন। জামাল ভূইয়া কে দিয়ে শুরু, তারপর তারিক কাজি, কাজেম শাহ, হামজা চৌধুরী ও ফাহামিদুলের পর আসলো সোমিত সোম।

 শমিত বিমানবন্দরে নেমে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন, ১১ মাসই তাঁকে ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয়। ফলে চাইলেও বাংলাদেশে আসতে পারেন না। তবে বাংলাদেশ তাঁর মনপ্রাণজুড়ে আছে এবং বাংলাদেশের জাতীয় সংগীত খুব ভালোবাসেন তিনি। ১০ জুন ম্যাচ খেলে পরদিনই তিনি কানাডা ফিরে যাবেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি