অপেক্ষার অবসান, শিরোপা এখন সাউথ আফ্রিকায়

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
চোর্কাস, শব্দটির সাথে আপনারা পরিচিত তাই না! এই শব্দ শুনলে কোন দলের কথা মনে পরে? অনেকের মতে, সাউথ আফ্রিকা। তবে, চোর্কাস খ্যাত সাউথ আফ্রিকা ২৭ বছর পর অবশেষে জিতলো কাঙ্খিত সেই শিরোপা।..

যেকোনো টেস্ট ম্যাচেই চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ বিষয় নয়। দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে প্রোটিয়ারা। তৃতীয় দিন শেষেই সবাই ধরে নিয়েছিল, অবশেষে আফ্রিকাতে যাচ্ছে আন্তজার্তিক শিরোপা। চতুর্থ দিনে প্রথম সেশনেই সেই স্বপ্ন অবশেষে পূরণ হয়। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিজেদের করে নিল প্রোটিয়ারা। 

ঐতিহাসিক এই জয়ে বড় ভূমিকা রাখে ওপেনার এইডেন মারক্রাম ও অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারায় সাউথ আফ্রিকা। মাত্র ৯ রানেই হারায় প্রথম উইকেটের পতন এরপর ৭০ রানে পড়ে দ্বিতীয় উইকেট। তখন থেকেই আশার আলো জাগায় এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। 

মারক্রান ও বাভুমার জুটি থেকে আসে ১৪৭ রান। মারক্রামের থেকে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনায় থাকবে বাভুমার ৬৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে ৬৫ রানের অনবদ্য এক ইনিংস।  চতুর্থ দিনে শুরুতেই বাভুমা আউট হলেও মারক্রাম খেলে সাবলীল ভাবে। আগের দিনে ১০২* রানে শেষ করা মারক্রাম আউট হন দক্ষিণ আফ্রিকা জয় থেকে ৬ রান দূরত্বে (১৩৬ রানে)। মারক্রামের আগে প্যাভিলিয়নে ফিরে যান ত্রিস্তান স্টাবস।

এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দারুণ ভূমিকা রাখে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের জুটি। সাউথ আফ্রিকার বোলিং তান্ডবে যখন উইকেট হারাতে থাকে অজিরা তখন এই জুটি থেকে আসে প্রায় ৫৯ রান। দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে যোগ হয় ২০৭ রান। 

ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে যোগ করে ২১২ রান। ২১২ রানের জবাবে সাউথ আফ্রিকা অল আউট হয়ে যায় মাত্র ১৩৮ রানে। ৭৪ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। ২০৭ যোগ করার পর সাউথ আফ্রিকার লক্ষ্য দাঁড়িয়েছে ২৮২ রানে। ব্যাটসম্যানদের দারুণ ভূমিকায় অবশেষে ৫ উইকেটের বিশাল জয় নিয়ে ঐতিহাসিক শিরোপা ঘরে তুললো আফ্রিকার এই দেশটি। 

没有找到评论


News Card Generator