অপেক্ষা (কবিতা)

Md Abu Munif Al Mukim  avatar   
Md Abu Munif Al Mukim
একটি অসাধারণ কবিতা

অপেক্ষা

– মোঃ আবু মুনিফ আল মুকিম।

অবাক হয়ে দেখি আমি

তোমার চলাফেরা,

দুর থেকেই শুনি আমি

তোমার কথা বলা।

দিনে শুধুই তোমার ভাবনা

রাতে দেখি স্বপ্ন,

একি হলো আজ আমার

তোমাতেই থাকি মগ্ন।

আশায় আশায় দিনগুণি

তোমায় পাবো বলে,

ভাবছি এখন তোমায় ছাড়া

জীবন কী আর চলে।

তোমায় পেলে এই জীবনে

কী আর আছে চাওয়ার,

অপেক্ষা আমার একটাই শুধু

তোমায় কাছে পাওয়ার।

Walang nakitang komento