close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
					মাদক সম্রাট হিসেবে পরিচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়ার চেষ্টা করতে গিয়ে আটক করেছে র্যাব।
৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে, র্যাব-৯ ও র্যাব-১৫ যৌথ অভিযানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালাহ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তখন তিনি বিমানে ছিলেন এবং ওমরাহ করতে ইহরামের কাপড় পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইটে উঠছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, র্যাব-৯ এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							
		
				
			


















