মুন্সীগঞ্জের গজারিয়ায় কবরস্থান থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মুদারকান্দি ও আড়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে বুধবার রাতে মারা যাওয়া এক নারীর জন্য কবর খুঁড়তে যায় কয়েকজন। এসময় কবরস্থানের দক্ষিণ পাশে ওযু খানায় তরুণীর মরদেহ দেখতে পায়। কাপড় চোপড় ও শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে তাকে ধর্ষণ করে তারপর হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জুযেল দেওয়ান বলেন, প্রথমে আমরা মরদেহটি দেখি। সামগ্রিক অবস্থা দেখে যেটি মনে হয়েছে বুধবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে এখানে নিয়ে আসা হয়। তারপর এক বা একাধিক ব্যক্তি বিবস্ত্র করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। তারপর কবরস্থানের অজুখানার বসার জায়গা ও ফ্লোরের সঙ্গে তার মাথা আঘাত করতে করতে থেতলে দেয়। মৃত্যু নিশ্চিত করে ওড়না দিয়ে তার গলা ওযু খানার পানির টেপের সঙ্গে বেঁধে রেখে হত্যাকারী পালিয়ে যায়।
বিষয়টি সম্পর্কে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয়রা অজুখানায় মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। তবে এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে। নিহত তরুণীর মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবতীকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হযেছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। হত্যাকাণ্ডের আগে ধর্ষণ অথবা সঙ্গবদ্ধ ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কিনা তা আমরা খতিয়ে দেখবো। নিহতের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছি আমরা।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			