আজ ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে রেল কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। সম্মেলনে বক্তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, অডিট আপত্তি কোনোভাবেই দুর্নীতির প্রমাণ নয়, বরং এটি একটি দাপ্তরিক পর্যবেক্ষণ বা ব্যাখ্যার দাবি মাত্র।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে কোনো প্রকল্পে অডিট আপত্তি দেখা দিলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঢালাওভাবে 'দুর্নীতিবাজ' হিসেবে চিহ্নিত করার একটি অপচেষ্টা চলছে। এটি কেবল কর্মকর্তাদের ব্যক্তিগত সম্মানে আঘাত হানছে না, বরং তাদের পরিবার ও সন্তানদের সামাজিক বিড়ম্বনার মুখে ঠেলে দিচ্ছে। বক্তারা মনে করিয়ে দেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে অপরাধী বলা আইনত দণ্ডনীয়।
পদ্মা সেতু রেল সংযোগ, দোহাজারী-কক্সবাজার রেলপথ এবং আখাউড়া-লাকসাম দ্বৈতগেজ প্রকল্পের মতো মেগা প্রকল্পগুলোর উদাহরণ টেনে বলা হয়, এসব ক্ষেত্রে অসংখ্য অডিট আপত্তি পরবর্তীতে প্রশাসনিক ব্যাখ্যার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। যদি শুরুতেই কর্মকর্তাদের চরিত্রহনন করা হয়, তবে দক্ষ কর্মকর্তারা কাজ করতে ভয় পাবেন, যা দেশের উন্নয়ন প্রকল্পগুলোকে স্থবির করে দেবে। সংবাদ সম্মেলন থেকে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ জানানো হয় এবং প্রয়োজনে উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।



















