close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

অবৈধভাবে সীমান্ত পারাপার, বিজিবি হাতে আটক ১০ জন বাংলাদেশী ..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
কাজের সন্ধ্যানে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে আবার দালালের মাধ্যমে দেশে ফেরার সময় আজ ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিজিবির হাতে ১০ বাংলাদেশী আটক..
 
স্টাফ রিপোর্টার  > অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের সময় ১০জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবির ৪২ ব্যাটালিয়নের চাপসার বিওপি সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁয়ের হরিপুরে ভাতুরিয়া সীমান্ত এলাকায় ধরা পড়েছে তারা।
 
প্রেস বিজ্ঞপিতে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দিনাজপুরস্হ বিজিবির ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি চাপসার বিওপি  টহল দল মেইন সীমান্ত পিলার ৩৪৭/৬-এস এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে ১০জন বাংলাদেশী আটক করেছে। আটক নাগরিকরা অবৈধভাবে ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে  কাজের সন্ধানে দালালের মাধ্যমে গেল ৭ বছরে বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। আবার ভারতীয় দালালদের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে অবৈধভাবে দেশে ফিরে এসেছে।
 
বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৮ জনের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং ২ জনের বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদপত্র উদ্ধার করা হয়েছে।  ধৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্হা নিতে  ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন তারা ।
 
আটককৃত ব্যক্তিদের মধ্যে জসিম উদ্দিন (২৬), পিতা হাবিল উদ্দিন, গ্রাম-নারউল ষাটপুকুর,  বোচাগঞ্জ, একই উপজেলার শ্রী স্বপন চন্দ্র (২০),পিতা-মৃত নীল কমল রায়, গ্রাম-হাট মাধবপুর,
আবজাল হোসেন (২৫), পিতা-আবেদ আলী, গ্রাম-ভাবির মোড়, পোষ্ট-রাণীঘাট, থানা- বোচাগঞ্জ
সোহেল রানা (৩২), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম-মানিকপাড়া,, থানা-বিরল, পরিবেশ চন্দ্র রায় (২২), পিতা-সেদেম চন্দ্র রায়, গ্রাম-রামনগর,  থানা-বোচাগঞ্জ, তমিজ উদ্দিন (৫০), পিতা-মৃত মসলিম উদ্দিন, গ্রাম-সাংশনডিয়া, থানা-বিরল, 
নয়ন চন্দ্র রায় (২২), পিতা-প্রকৃত চন্দ্র রায়, গ্রাম-বেলবাস, থানা-বোচাগঞ্জ, সালমান (৪১), পিতা-মোজাম্মেল হোসেন, গ্রাম-আটমেরা , থানা-বিরল,
মোসলেম (৩০), পিতা-মেহেরাব আলী, গ্রাম-তেতড়া, থানা-বোচাগঞ্জ, সন্তোষ (২৭), পিতা-বিষেন, গ্রাম- রমনাথপুর, থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও, 
 
###
Inga kommentarer hittades