স্টাফ রিপোর্টার > অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে ফেরার সময় আজ রবিবার আরো ৪জন বাংলাদেশীকে আটক করেছেন বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। আটক ব্যক্তিরা কাজের সন্ধ্যানে মাস কয়েক আগে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল তারা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জীবিকার তাগিদে মাস সাতেক আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে কাজ করে দালালে মাধ্যমে আজ রবিবা অবৈধভাবে দেশে ফেরার সম বোচাগঞ্জের পরশ্বেরপুর বিওপির সীমান্তের মেইন ৩৩২ নম্বর পিলারের ১ সাব পিলারের কাছে ৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছে, বোচাগঞ্জের দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আমান উল্লাহর ছেলে আব্দুল কাদের (২৮), বোনগ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগর গ্রামের নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, মামলা দায়েরসহ আটককৃতদের থানায় সোপর্দ করে বিজিবির সংশ্লিস্টরা। তাদেরকে আদালতে তুলে দেওয়া হয়েছে।
###



















