কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ১৫ ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
চৌদ্দগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে চৌদ্দগ্রাম থানার একটি চৌকস পুলিশ টিম।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
#জনস্বার্থে_চৌদ্দগ্রাম_উপজেলা_প্রশাসন



















