শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চারজন পুরুষ, চারজন নারী ও তিনজন শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা পাদ্রী মিশনের পূর্ব পাশে ১১১৮/৯-এস ভারত সীমান্ত পিলারের কাছে, বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ৫০০ গজ ভেতরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্লার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরানের স্ত্রী রোকেয়া বেগম (২৭), তাদের ছেলে লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস)। এছাড়া কালিয়া উপজেলার ভোমবাগ গ্রামের দাউদ মোল্লার ছেলে রানা মোল্লা (২৬), রানার স্ত্রী নাসরিন বেগম (২৩) এবং তাদের ছেলে ইরফান মোল্লা (৫)-কেও আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে আরও রয়েছেন খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছাঃ লিচি (৪৮) এবং ফজর মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৫)।
পুলিশ জানায়, রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল শনিবার পানিহাটা মিশন এলাকায় টহল দেওয়ার সময় নারী ও শিশুসহ এই ১১ জন নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের সন্ধানে কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং সম্প্রতি অবৈধ পথেই দেশে ফিরছিল।
আটককৃতদের কাছ থেকে দুটি মুঠোফোন, বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের রবিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।