গত ইং ২৩ জুন ২০২৫খ্রিঃ রাতে অভয়নগর থানায় আলোচিত তরিকুল হত্যা মামলার অন্যতম আসামী পল্লব বিশ্বাস (২৭), কে মনিরামপুরের সুজাতপুর এলাকা হতে গ্ৰেফতার করেছে। সে মনিরামপুর থানার সুজাতপুর গ্ৰামের পরিতোষ বিশ্বাসের ছেলে।
ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র-খুন-মাদক সহ থানায় ০৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ এবং পরবর্তীতে আসামী অভয়নগর থানার তরিকুল হত্যা মামলায় বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy



















