close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

অভিষেক ম্যাচ রাঙালেন হামজা - ফাহমিদুল, জয় পেলো বাংলাদেশ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
গোল করলেন নিজের দ্বিতীয় ম্যাচে, গোল করলেন সাথে সাথেই উল্লাসে ফেটে পরেন গ্যালারি তে থাকা হাজারো দর্শকরা। বলছি, হামজা চৌধুরীর কথা।..

দ্বিতীয় ম্যাচে গোল করে জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফেললেন হামজা চৌধুরী। আর তাতেই উল্লাসে ফেট

প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে নামলেন হামজা। যাকে এক নজর দেখার জন্য ভিড় করেছে হাজারো দর্শক। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই জামাল ভূঁইয়ার অ্যাসিস্ট থেকে গোল করে অভিষেক ম্যাচ রাঙিয়ে দেন হামজা। এ গোল আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রথম।

শুধু হামজাই নন, এই ম্যাচ দিয়েই অভিষেক হলো ইতালি প্রবাসী তরুণ ফরোয়ার্ড ফাহামেদুল ইসলামেরও। পুরো ম্যাচজুড়ে গ্যালারি ছিল দর্শকদের স্লোগানে মুখরিত।

প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটানকে কোনো সুযোগই দিতে দেননি হামজা-ফাহামেদুলরা। ২১তম মিনিটে একবার সুযোগ পেলেও তা সামলে নেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। এরপর ৩০তম মিনিটে রাকিবের দারুণ দৌড়ে তৈরি হওয়া আক্রমণে কিরমানির পাস থেকে ফাহামেদুলের শট রক্ষা করেন ভুটানের গোলরক্ষক।

এরপর একে একে চেষ্টা চালিয়ে যান জামাল, রাকিব ও তাজ। তবে প্রথমার্ধেই মাঠ ছাড়েন গোলদাতা হামজা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নিয়েও ছন্দ হারায়নি বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট থেকে আসে দলের দ্বিতীয় গোলটি। এরপর একে একে মাঠে নামানো হয় ফাহিম, আল-আমিন, ও শাকিল আহাদ তপুকে।

ম্যাচের আগেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছিলেন, ভুটানের বিপক্ষে এই প্রীতি ম্যাচে দেখা যেতে পারে হামজাকে। পাশাপাশি ফাহামেদুলকেও খেলার সুযোগ দেওয়া হবে কিছু সময়ের জন্য। তবে সবাইকে চমকে দিয়ে দুজনকেই রাখা হয় শুরুর একাদশে।

২-০ গোলের জয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলো বাংলাদেশ। আর সেই স্মৃতির কেন্দ্রবিন্দুতে থাকলেন নতুন দুই প্রবাসী তারকা—হামজা ও ফাহামেদুল।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator