close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অভিনব কায়দায় ভারতীয় মদ বহন, ১৩০ বোতলসহ দুই মাদক কারবারি আটক ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।..

 

 

নেত্রকোনার দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুরে আটককৃতদের আদালতের প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন শাহিনুর (২৩) ও খোকন মিয়ার ছেলে মোস্তাকিম ফকির (২৪)। 

পুলিশ জানায়,গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্ত সড়ক দিয়ে ভারতীয় মদ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপকে তল্লাশি করে অভিনব কায়দায় বহন করা বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে জব্দসহ দুইজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামালসহ থানা হেফাজতে আনা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং সক্ষম হয়। আটককৃতদের আজ শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে এই বিষয়টি মাথায় রেখে আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় যেদিকে চোরাচালান হয় সেসব গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত চেক পোস্ট করে যাচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Không có bình luận nào được tìm thấy


News Card Generator