ওয়াসিমের রেকর্ড কেড়ে নিলেন বুমরাহ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইংল্যান্ডের মাটিতে বুমরাহর তাণ্ডব! হেডিংলিতে তিন উইকেট তুলে ওয়াসিম আকরামের ২৪ বছরের রেকর্ড ভাঙলেন এই ভারতীয় পেসার। এশিয়ার সেরা হয়ে রেকর্ড বইয়ে নতুন নাম লিখলেন তিনি।..

হেডিংলিতে চলছে ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট ম্যাচ, আর সেই মঞ্চেই দুর্দান্ত এক ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। যখন বাকি বোলাররা ইংলিশ ব্যাটারদের বিরুদ্ধে ধুঁকছিলেন, তখন একের পর এক উইকেট তুলে বুমরাহ প্রমাণ করলেন, কেন তিনি এই সময়ের সেরা পেসারদের একজন।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটিং ধসিয়ে দেন বুমরাহ। মাত্র তিনটি উইকেট নিয়েই গড়েছেন বিশাল কীর্তি—পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন।

ওয়াসিম আকরাম এতদিন পর্যন্ত এশিয়ার বাইরে চার ক্রিকেট পরাশক্তির (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড) বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক ছিলেন। তার ঝুলিতে ছিল ১৪৬ উইকেট। এবার সেই রেকর্ড ভেঙে বুমরাহ টেস্টের মাত্র ৬০ ইনিংসে তুলে নিয়েছেন ১৪৮টি উইকেট।

এই রেকর্ড ভাঙার দিনটি আরও স্মরণীয় হয়ে থাকবে ভারতের জন্য। কারণ এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে দারুণ এক স্কোর গড়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। ওপেনার যশস্বী জয়সওয়ালের ১০১, অধিনায়ক শুভমান গিলের ১৪৭ ও সহ-অধিনায়ক ঋষভ পান্তের ১৩৪ রানের অসাধারণ ইনিংসে ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪৭১ রানে।

এদিকে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও ভালো শুরু করেছিল। কিন্তু বুমরাহর বিধ্বংসী স্পেলে মাত্র ২০৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা দ্বিতীয় দিনের শেষে। বুমরাহর শিকার হন তিন গুরুত্বপূর্ণ ব্যাটার, যারা ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড বলেই বিবেচিত।

এই টেস্টের শুরুতে কারও কল্পনাতেও ছিল না, বুমরাহ এমনভাবে খেলাটি বদলে দেবেন। যেভাবে তিনি বল হাতে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলেছেন, তাতে করে এখন থেকেই ক্রিকেটবোদ্ধারা বলছেন—এই বছরেও বুমরাহ আইসিসি বর্ষসেরা পেসারের তালিকায় থাকবে।

শুধু ভারত নয়, গোটা ক্রিকেটবিশ্ব তাকিয়ে আছে এই পেসারের দিকে। তার পারফরম্যান্স প্রমাণ করেছে—অধিনায়কত্বের চাপ নেই, তবে দায়িত্ববোধ পুরোপুরি আছে তার হাতে।

ওয়াসিম আকরাম ছিলেন এক সময়ের আতঙ্কের নাম। সেই কিংবদন্তিকেই পিছনে ফেলে এখন বুমরাহ উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ৬০ ইনিংসে ১৪৮ উইকেট নেওয়া একটি বিরল কীর্তি। এর মানে প্রতি ইনিংসে ২.৪৬ উইকেটের বেশি হারে শিকার করেছেন তিনি—যা বর্তমান যুগে অসাধারণ বলে মানা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বুমরাহ শুধু এশিয়ার নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

এই টেস্টের ফলাফল যেমনই হোক না কেন, বুমরাহ ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসে। এখন দেখার বিষয়—এই ধারাবাহিকতা নিয়ে তিনি কতদূর যেতে পারেন।

कोई टिप्पणी नहीं मिली