close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ওয়ার্কার্স পাটি সাতক্ষীরা জেলা সভাপতি মহিবুল্লাহ আর নেই..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
ওয়ার্কার্স পাটি সাতক্ষীরা জেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও তালার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল ইন্তেকাল করেছেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: বাংলাদেশের ওয়ার্কার্স পাটি সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও তালার ধানদিয়া বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল '২৫) বিকাল সোয়া ৪টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বাসিন্দা ছিলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী রেখে গেছে।

জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু জানান, সম্প্রতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি আরো জানান, বুধবার সকাল ১০টার সময় তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে মহিবুল্লাহ মোড়লের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের মৃত্যুতে ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরোর সদস্য ও সাবেক এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ, জেলা সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator