অস্ট্রেলিয়ার হার্ড হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আনুষ্ঠানিক ভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। মূলত আগামী বছরের টি২০ বিশ্বকাপ পুরোপুরি মনযোগ দিতে এমন কঠিন সিধান্ত নিয়ে হয় তাকে।
ম্যাক্সওয়েল বলেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য), বিগ ব্যাশ লিগ এবং অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতিকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৯ টি ওয়ানডে ম্যাচ খেলেন।
৪ শতক, ১ টি দ্বি শতক ও ২৩ টি অর্ধশতকে ম্যাক্সওয়েলের ওয়ানডে রান ৩৯৯০। যেখানে স্ট্রাইক রেট ১২৬। ব্যাটিংয়ের পাশাপাশি দলকে বোলিংয়েও রেখেছেন দারুণ ভূমিকা।
ওয়াইনডে ম্যাক্সওয়েলের নাম আসলেই আফগানিস্তানের বিপক্ষে তার ২০১* রানের ইনিংসের কথা মনে পরার কথা। ৯১ রানে ৭ উইকেট হাঁরানোর পর একাই ম্যাচ জেতান এই হার্ডহিটার। সেইসাথে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
অবসর প্রসঙ্গে ম্যাক্সওয়েল আরো বলেন, আমার মনে হচ্ছিল, শারীরিক অবস্থার কারণে ওয়ানডে ফরম্যাটে দলে আগের মতো অবদান রাখতে পারছি না।
নির্বাচক জর্জ বেইলির সাথে আমার ভালো আলোচনা হয়েছিল। আমরা ২০২৭ বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম, এবং আমি তাকে বলেছিলাম, ‘আমার মনে হয় না আমি তখনো খেলতে পারব। তাই আমার পজিশনে অন্য খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।’
کوئی تبصرہ نہیں ملا