বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান তিন দিন পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ফের অফিস করলেন। রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি কার্যালয়ে প্রবেশ করেন এবং প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। তার আগমন ও প্রস্থানের পুরো সময়জুড়েই ভবনের ভেতরে-বাইরে নজিরবিহীন নিরাপত্তা দেখা যায়।
সেনাবাহিনীর অন্তত তিনটি গাড়ি, একজন মেজরের নেতৃত্বে একটি টিম এবং ছয়জন পুলিশ সদস্য এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। যদিও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।
এর আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান খানকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অপসারণ দাবি করে। পরিষদের দাবি, তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে এনবিআরের অভ্যন্তরীণ পরিবেশ অস্থির করে তুলেছেন এবং সরকারের সঙ্গে কর্মকর্তাদের দূরত্ব বাড়িয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় ‘এনবিআর বিলুপ্ত নয়, বরং শক্তিশালী করা হবে’—এই প্রতিশ্রুতি দিলে ১৩ দিনের কলম বিরতি ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয় ঐক্য পরিষদ। তবে চেয়ারম্যান অপসারণ না হওয়ায় অসন্তোষ রয়ে গেছে বলে জানায় পরিষদ।