নুরুল হুদার ওপর যে ‘মব’ জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাজীপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ঘিরে ঘটে যাওয়া 'মব জাস্টিস' নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন— এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সঙ্গে আইনশৃঙ্খলা ব..

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার এক সময়ের শীর্ষ ব্যক্তি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে ঘিরে গাজীপুরে ঘটে যাওয়া উত্তপ্ত পরিস্থিতি এবং জনরোষের মুখে পড়ে তাঁর বিরুদ্ধে যে ‘মব জাস্টিস’ সংঘটিত হয়েছে— তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেভাবে তাকে জনতার হাতে অপমানিত হতে হয়েছে— সেটি সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এটি কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, “দেশে আইন আছে, বিচারব্যবস্থা আছে। ব্যক্তিগত ক্ষোভ বা রাজনীতি যাই হোক না কেন, কাউকে ঘিরে ধরে মারধর করা বা হেনস্থা করা আইনশৃঙ্খলা পরিপন্থী। এটা বর্বরতা ছাড়া আর কিছুই নয়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যদি প্রমাণিত হয় যে বাহিনীর কেউ দায়সারা আচরণ করেছেন, কিংবা ইন্ধন দিয়েছেন, তাহলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না।

তিনি আরও যোগ করেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রাখা হয়েছে, অথচ তাঁদের চোখের সামনে এমন একটি ঘটনা ঘটলে তা দুর্ভাগ্যজনক। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

অনেকের মতে, কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল। ভোটারদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে ছিল তাঁর ওপর। তবে এসব অভিযোগের কোনও আইনি প্রমাণ পেশ করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, “রাষ্ট্রীয় পদে থেকে দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির প্রতি যত বিরোধিতাই থাকুক না কেন, আইনের বাইরে গিয়ে বিচার চালানোর অধিকার কারো নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে আরও বলেন, “যদি কেউ কোনো অপরাধ করে, তার বিচার আদালত করবে, জনতা নয়। জনতার হাতে বিচার চালানোর মানসিকতা আমাদের সমাজে নৈরাজ্য ছড়িয়ে দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

তিনি সকলের প্রতি আহ্বান জানান— আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং কোনো প্ররোচনায় উত্তেজিত না হয়ে শান্তিপূর্ণ পন্থায় প্রতিবাদ জানাতে।

এই ঘটনার মাধ্যমে ফের একবার আলোচনায় এসেছে ‘মব জাস্টিস’ বা জনতার হাতে বিচার ব্যবস্থা। বাংলাদেশে অতীতে বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে এমন জনরোষের নজির দেখা গেছে। তবে কেএম নুরুল হুদার মতো উচ্চপদস্থ সাবেক কর্মকর্তার সঙ্গে এমন আচরণ দেশে গণতন্ত্র ও সভ্যতার চর্চা নিয়ে প্রশ্ন তোলে।

ঘটনার নিন্দা করে স্বরাষ্ট্র উপদেষ্টা এক কঠোর বার্তা দিয়েছেন— আইনের বাইরে গিয়ে কোনো বিচারকে তিনি ‘অসভ্যতা’ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা পর্যবেক্ষণে তিনি সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন।

নুরুল হুদার বিরুদ্ধে যদি প্রকৃত কোনো অভিযোগ থাকে, সেটি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হোক— এটাই এখন সর্বমহলের প্রত্যাশা।

No comments found


News Card Generator