জাহিদ হাসান ঢাকা, শুক্রবার: রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
‘গড়বো মোরা ইনসাফের দেশ’—এই শ্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করা দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শওকত মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং সুশাসন নিশ্চিতের লক্ষ্যে দলটির কর্মপন্থা তুলে ধরেন। তারা বলেন, দলটি জনগণের অংশগ্রহণমূলক রাজনীতিকে গুরুত্ব দেবে এবং সামাজিক ন্যায়ের প্রশ্নে আপসহীন থাকবে।
দলটির আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষক মহলে আগ্রহ তৈরি হয়েছে। অনেকে বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই উদ্যোগ একটি ভিন্নধর্মী সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে।
নেতারা জানান, সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি দায়িত্বশীল ও জনবান্ধব রাজনৈতিক ধারা প্রবর্তনের লক্ষ্যেই দলটি গঠিত হয়েছে।
দলটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে জানতে আরও সময় প্রয়োজন হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			