close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নতুন মামলায় গান বাংলার তাপসসহ গ্রেপ্তার ৪ জন

a m abdul wadud avatar   
a m abdul wadud
ঢাকার পৃথক দুই থানার তিন মামলায় গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসসহ চার জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।..

ঢাকার পৃথক দুই থানার তিন মামলায় গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসসহ চার জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  জি.এম.ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন, নিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালাম, সাংবাদিক সিকদার লিটন ও যুব মহিলা লীগ নেত্রী আশা আক্তার।

এর মধ্যে তাপসকে হত্যাচেষ্টা মামলায়, সিকদার লিটন ও আশা আক্তারকে ভাটারা থানার হত্যা মামলায় এবং আব্দুস সালামকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এরআগে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন বুধবার ধার্য করা হয়।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

তাপসের মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।  চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

আব্দুস সালামের মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।  

আশা ও সিকদার লিটনের মামলার অভিযোগ থেকে জানা গেছে,  জুলাই আন্দোলনের সময় ২১ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় আন্দোলনকারীদের ওপর চড়াও হন আসামিরা। তারা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এতে মো. জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স হাসপাতালে মারা যান জাহাঙ্গীর। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় একটা হত্যা মামলা দায়ের করা হয়।

Aucun commentaire trouvé


News Card Generator