নতুন বছরের শুরুতেই দেশের মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এলো সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী নতুন দামগুলো হলো:
-
ডিজেল: ১০২ টাকা প্রতি লিটার (আগে ছিল ১০৪ টাকা)
-
কেরোসিন: ১১৪ টাকা প্রতি লিটার (আগে ছিল ১১৬ টাকা)
-
অকটেন: ১২২ টাকা প্রতি লিটার (আগে ছিল ১২৪ টাকা)
-
পেট্রোল: ১১৮ টাকা প্রতি লিটার (আগে ছিল ১২০ টাকা)
মূল্য সমন্বয়ের কারণ বুধবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



















