রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ডিমবোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কায় মো. রুস্তম আলী (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের সাকুরার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রুস্তম আলী নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রুস্তম আলী পাঁচদোনার একটি আড়ত থেকে ভ্যানে ডিম বোঝাই করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেন। সাকুরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ডিমবোঝাই ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা মাধবদী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
মাধবদী থানার উপপরিদর্শক শাহীন সরকার জানান, ট্রাকের ধাক্কায় ভ্যানটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় এবং ভ্যানচালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান।



















