রিপোর্ট মেহেদী হাসান: বাংলাদেশ পুলিশের চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে জেলা হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মহিউদ্দিন (৫৫)। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নরসিংদীর বিলাসদীতে অবস্থান করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মহিউদ্দিন নিজেকে পুলিশের প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত দাবি করে ভুয়া চাকরির প্রলোভনে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। মামলার বাদী কিশোরগঞ্জ জেলার আব্দুল লতিফ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার ভাতিজা, ভাগিনা ও নাতিকে পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মহিউদ্দিন মোট ৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
প্রতারক মহিউদ্দিন সর্বশেষ ৩ মে রাতে ইমুতে বাদীর সঙ্গে যোগাযোগ করে বলেন, “বর্তমানে নিয়োগ চলছে, তোমার পরিচিত কাউকে বললে চাকরি দিয়ে তোমার টাকা ফেরত দিতে পারব।”
পরে বাদী বিষয়টি তদন্ত করে জানতে পারেন যে, মহিউদ্দিন একাধিক ব্যক্তিকে একইভাবে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন।
অভিযোগের ভিত্তিতে নরসিংদী মডেল থানায় মামলা (নম্বর-০৮, তারিখ: ০৫/০৫/২০২৫) রুজু করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি A05s স্মার্টফোন, তিনটি গ্রামীণফোন ও একটি এয়ারটেল সিম কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			