close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নরসিংদীতে অটোরিকশার ডান পাশের দরজা বন্ধে নতুন নির্দেশনা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
আগামী ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন—পৌরসভা ও আইনশৃঙ্খলা কমিটির যৌথ সিদ্ধান্ত

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদী পৌর এলাকায় চলাচলকারী সব সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশের দরজা এসএস পাইপ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা ও জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি।

পৌর প্রশাসক মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মে/২০২৫ মাসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যানবাহনের নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়—আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে নরসিংদী পৌর এলাকার সব সিএনজি, অটোরিকশা ও ইজিবাইকের ডান পাশের দরজায় এসএস পাইপ সংযোজন করে তা স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এ নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

ডান পাশের দরজা দিয়ে যাত্রী ওঠা-নামার সময় হঠাৎ রাস্তায় নেমে যাওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের জন্য এটি একটি গুরুতর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

নরসিংদী পৌরসভা বলছে—এই পদক্ষেপের মাধ্যমে যানবাহনের নিরাপত্তা, যাত্রী সুরক্ষা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

নরসিংদী পৌরসভার পক্ষ থেকে চালকদের উদ্দেশ্যে বলা হয়েছে— “নিজের এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই এসএস পাইপ সংযোজন করে ডান পাশের দরজাটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।”

এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকরা। অনেকে বলছেন, নিয়মিত দুর্ঘটনা ও ট্রাফিক বিশৃঙ্খলা কমাতে এটি হবে একটি কার্যকর পদক্ষেপ।

Geen reacties gevonden