রিপোর্ট মেহেদী হাসান: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ব্যাটারিচালিত থ্রি-হুইলার, অবৈধ রিকশা, সিএনজি ও বটভটির বেপরোয়া চলাচলে মহাসড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে তীব্র যানজট। আর চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বৈধ বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংলড়ি মালিক-শ্রমিকরা।
পরিস্থিতি নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে গত মঙ্গলবার (১৩ মে) জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেন পরিবহন সংশ্লিষ্ট নেতারা। কিন্তু আশানুরূপ কোনো পদক্ষেপ না আসায় আজ বৃহস্পতিবার (১৫ মে) নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “গত বছরের জুলাই-আগস্টে সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আন্দোলনের পরও পাঁচদোনা, মাধবদী, শেখেরচর, বাবুরহাট, জেলখানা মোড়, ভেলানগর, ইটাখোলা ও মরজালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ যানবাহনের দাপট বাড়ছে। এগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে এবং বৈধ যানবাহন যাত্রী পাচ্ছে না।”
নরসিংদী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, “আমরা নিয়ম মেনে বৈধ গাড়ি চালিয়ে জীবন চালাই। অথচ মহাসড়কে অবৈধ যানবাহন যাত্রী তুলছে, গতি রোধ করছে, দুর্ঘটনার কারণ হচ্ছে। আমাদের পেশা হুমকির মুখে।”
সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “আমাদের জোর দাবি, দ্রুত এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুক প্রশাসন।”
বক্তারা অভিযোগ করেন, মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বৈধ পরিবহনখাত ধ্বংসের পথে।
স্মারকলিপির অনুলিপি ইতোমধ্যে জেলা পুলিশ সুপার, মডেল থানার ওসি, হাইওয়ে থানার ইনচার্জ, বিআরটিএ ও জেলা ট্রাফিক পুলিশের কাছে পাঠানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া একজন শ্রমিক বলেন, “যাত্রী পাচ্ছি না। অবৈধ রিকশা-ভ্যান সব যাত্রী নিয়ে নিচ্ছে। পরিবার নিয়ে অনাহারে দিন কাটছে।”
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবৈধ যান চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			