close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল বাবার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ছেলের হাতে বাবা নিহত: পারিবারিক কলহে তীব্র তর্কের পর ঘটল ভয়াবহ হত্যাকাণ্ড

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিম পাড়ায় এক নির্মম ঘটনা ঘটেছে, যেখানে পারিবারিক বিরোধের জেরে ছেলের শাবলের আঘাতে ৪৮ বছর বয়সী মো. কবির মিয়া নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে সংঘটিত এই প্রাণঘাতী ঘটনাটি এলাকাবাসী ও সংশ্লিষ্টদের মাঝে গভীর শোক ও উত্তেজনা সৃষ্টি করেছে।

মৃতক কবির মিয়া হলেন বাহেরচর পশ্চিম পাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে। তার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছেলের মনির মিয়ার সঙ্গে মনোমালিন্য চলে আসছিল। স্থানীয় রায়পুরা থানা পুলিশ জানায়, প্রায়ই তাদের মধ্যে তর্ক-বিতর্ক হতো, যা গত রাতেই ঘাতক পরিণতি নিয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “পারিবারিক কলহ ও তর্কের জেরে ছেলে মনির তাঁর বাবা কবির মিয়াকে শাবল দিয়ে একাধিক বার আঘাত করেছে। ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলেই নিহত হন কবির মিয়া। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মনির মিয়াকে গ্রেফতার করেছি।”

ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্ত চলছে।

পারিবারিক কলহ থেকে শুরু হয়ে ঘটে নিষ্ঠুর হত্যাকাণ্ড

স্থানীয়রা জানান, কবির মিয়া ও মনির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল। ছোটখাটো তর্ক-বিতর্ক থেকে ধীরে ধীরে দ্বন্দ্ব তীব্র রূপ নেয়। শেষ পর্যন্ত সে রাতে মনির নিজের হাতেই বাবার প্রাণ নিলেন। এই নির্মম ঘটনা এলাকাবাসীর মধ্যে ব্যাপক শোক ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

নরসিংদী জেলা ও রায়পুরা থানা প্রশাসন এ ধরনের ঘটনায় সতর্কতার পাশাপাশি পুনরায় এমন দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।



নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহ থেকে উদ্ভূত এক তীব্র দ্বন্দ্বের জেরে ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে ও তদন্ত শুরু করেছে। ঘটনাটি এলাকায় গভীর শোক ছড়িয়ে দিয়েছে।

Hiçbir yorum bulunamadı