close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা..

Gourob Shaha avatar   
Gourob Shaha
গৌরব সাহা | জেলা প্রতিনিধি, নরসিংদী | Eye News BD

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামের এক স্যানিটারি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

 

নিহত শাহীন মিয়া মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শাহীন ট্রেড লাইসেন্স করতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে গেলে আগে থেকে সেখানে অবস্থানরত শামীম (৪০) কোনো রকম পূর্ব বিরোধ ছাড়াই তার হাতে থাকা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

 

স্থানীয়রা দ্রুত আহত শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অভিযুক্ত হামলাকারী শামীম একই উপজেলার হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম একজন পরিচিত মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি। দীর্ঘদিন ধরেই তিনি ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করতেন এবং পূর্বেও তিনি একাধিক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন,

 

> “ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জনমনে আতঙ্ক বিরাজ করছে।

No se encontraron comentarios