Вам 18 лет или больше?
রায়পুরায় তিন সন্তানের জননী ধর্ষণের শিকারের অভিযোগ
নরসিংদী প্রতিনিধি :- 'রায়পুরার রহিমাবাদ গ্রামে ৪০ বছর বয়সী তিন সন্তানের জননী এক হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার((১৬ মার্চ)রাত ৯টার দিকে একই গ্রামের রতন মিয়ার পুত্র রাকিব মিয়া (৩২) তার দুই সহযোগী নিয়ে এ ঘটনা ঘটায়। ওইদিন বৃষ্টিপাতের সময় অজিত চন্দ্র দেবনাথের বাড়িতে গিয়ে দরজায় নক করে রাকিব মিয়া। এসময় গৃহবধু একাকী ঘরে ছিল। সে দরজা খুলে দিলে ধর্ষক রাকিব তার দুই সহযোগীসহ ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে । এসময় ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে তার দুই সহযোগী। রাকিব ও তার সহযোগীরা মহিলার কানের দুল ও গলায় থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় হুমকি দেয় যে, এ ঘটনা কারো নিকট প্রকাশ করলে তার স্বামীসহ তাকে খুন করে ফেলবে। এবিষয় নিয়ে অভিযোগ করতে ধর্ষিতা নিজেই সোমবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এসে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ—এর সংগে দেখা করে ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে বলে তিনি জানিয়েছেন।
টার্গেটেড অডিয়েন্স রিচ সর্বোচ্চ রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) By আমাদের মাধ্যমে ফেসবু.. metanoz.com
Национальный • 4,665 Просмотры
Национальный • 4,212 Просмотры
Национальный • 3,946 Просмотры
Национальный • 3,921 Просмотры
Национальный • 3,599 Просмотры
Национальный • 3,567 Просмотры
Национальный • 2,946 Просмотры