নিহত ওই যুবক উপজেলার ফতেপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজার এলাকায় মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন।
মঙ্গলবার (২৫ জুন) সকাল দশটায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার নবাগত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, "রাত আনুমানিক সাড়ে দশটায় উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপর বৃষ্টিপাতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।"
তিনি আরও বলেন, "স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এসময় ওই এলাকা থেকে ভাঙাচোরা অবস্থায় ব্যাটারি চালিত একটি ইজি পাওয়ার উদ্ধার করা হয়েছে।"
নিহত ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন নাকি বাইকে যাচ্ছিলেন এ বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত চিহ্ন লক্ষ্য করা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy